4:20 pm , June 17, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বাংলাদেশ নৌ বাহিনীর নিয়ন্ত্রনাধীন খুলনা শিপইয়ার্ড শিল্প মন্ত্রনালয়ের ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন-এনপিও’র রাষ্ট্রয়াত্ব শিল্পখাতে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহন করেছে। শণিবার ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ-এমপি প্রথমস্থান অধিকারী খুলনা শিপইয়র্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম শামসুল আজিজ-এনজিপি, পিএসসি-বিএন’র হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। খুলনা শিপইয়ার্ড ইতোপূর্বেও দেশ বিদেশে বহু সম্মাননা অর্জন করেছে। উপমহাদেশের অন্যতম বৃহৎ ও নির্ভরযোগ্য এ নৌ নির্মান প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ছোট থেকে বড় মাপের যুদ্ধ জাহাজ ছাড়াও সাবমেরিন টাগ এবং উপকুল রক্ষী বাহিনী- কোষ্টগার্ডের জন্য বিভিন্ন ধরনের পেট্রোল ক্রাফট সহ দেশের ৩টি সমুদ্র বন্দরের জন্য হাইড্রোগ্রাফী সার্ভে ভ্যসেল এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির নৌযান নির্মান করেছে। দেশে এসব নৌযান নির্মানের ফলে বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়েছে। আন্তর্জাতিক মান সনদ-আইএসও অর্জনকারী খুলনা শিপইয়ার্ড ইতোমধ্যে যুদ্ধ জাহাজ সহ প্রায় ৮শ বিভিন্ন ধরনের নতুন নৌযান নির্মান এবং আড়াই হাজার নৌযানের মেরামত ও পূণর্বাশন সাফল্যজনক ভাবে সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি ইতোপূর্বে ড্রেজারের পূণর্বাশন সম্পন্ন করার পরে খুব শীঘ্রই ৪টি নতুন ড্রেজার নির্মান করতে যাচ্ছে। খুলনা শিপইয়ার্ড করোনা মহামারী সংকটের মধ্যেও বিগত ৩টি অর্থ বছরে কর পরবর্তি প্রায় ২শ কোটি টাকা নীট মুনাফা অর্জনে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
এমনকি নৌ বাহিনীর নিয়ন্ত্রনাধীন খুলনা শিপইয়ার্ড বরিশালে কীর্তনখোলা ও শরিয়তপুরের নড়িয়াতে পদ্মার ভাঙন রোধে প্রায় ১৬শ কোটি টাকার নদী ভাঙন রোধ প্রকল্প দুটির কাজও সাফল্যজনক ভাবে শেষ করতে যাচ্ছে।