4:19 pm , June 17, 2023
গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রামের সরিকলবাজার সংলগ্ন এলাকায় শনিবার দুপুরে বান্ধবীর কাছে বেড়াতে গিয়ে বখাটেদের দ্বারা জোরপূর্বক গণধর্ষনের শিকার হয়েছে এক প্রবাসীর স্ত্রী (১৮)। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নির্যাতিতা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে। গৌরনদীর সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফোরকান হোসেন হাওলাদার জানান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের এক প্রবাসির স্ত্রী (১৮) শনিবার দুপুর ১২টার দিকে একই উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল বাজার সংলগ্ন এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ নাসির মোল্লার ছেলে বখাটে ইয়াসিন মোল্লা (২০) তার সহযোগী একই গ্রামের জামাল হাওলাদারের ছেলে শিশির হাওলাদার (২২), শামছুল হকের ছেলে সালমান হোসেন (১৯) ও মৃত হানিফ বেপারীর ছেলে রেজাউল বেপারী (২১)সহ ৬/৭জন প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে মৃত হিরো মীরার ছেলে পলাশ মীরের (২০) দ্বিতল ভবনের নির্জন বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে আটকে রাখে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে ৫ বখাটেকে আটক করে । নির্যাতিতা অভিযোগ করে বলেন, বখাটে ইয়াসিন মোল্লা (২০), শিশির হাওলাদার (২২), সালমান হোসেন (১৯) ও রেজাউল বেপারী (২১), পলাশ মীরসহ ৬/৭ জন বখাটে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে নিয়ে জোর পূর্বক ধর্ষন করেছে।সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফোরকান হোসেন হাওলাদার বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ ৮ জনকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।