4:13 pm , June 17, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর গগন গলি এলাকায় অগ্নিকান্ডে ৫টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের কারনে রক্ষা পেয়েছে বহু বসত ঘর। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ ঘরগুলোর মধ্যে একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল নগরীর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মধ্যে ৫টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এদিকে অভিযোগ পাওয়া গেছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে কাজ করার সময় তাদের এক সদস্যকে কে বা কারা মারধর করে। এতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল রাত ১০টায় এ রিপোট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করতে কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।