4:01 pm , June 16, 2023
ভা-ারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভা-ারিয়া পৌরসভায় দীর্ঘ ৮বছর পর পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণার পর উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পৌরবাসীর মধ্যে একটি উৎসব মূখর পরিবেশে চলছে মনোনয়ন পত্র জমা দান। আগামী ১৮জুন মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন হওয়ায় ইতো মধ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহের চলছে মনোনয়ন জমা দান। গতকাল শুক্রবার (১৬জুন) ভা-ারিয়া পৌরসভা নির্বাচনে ১৪দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টিÑ জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সাইকেল প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী ,জাতীয় পার্টিÑ জেপির উপজেলা কার্যনির্বাহী সভাপতি মো. মাহিবুল হোসেন মাহিম মেয়র পদে নির্বাচনের জন্য ভা-ারিয়া নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহেদুর রহমানের কাছে ফরম জমা দেন। এসময় প্রার্থীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রার্থীর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি মো. জাকির হোসেন নিজাম, জাতীয় পার্টিÑ জেপির ভা-ারিয়া উপজেলা সভাপতি মো. মনিরুল হক মনি জোমাদ্দার,সিনিয়র সহসভাপতি এবং পৌর কাউন্সিলর মো. গোলাম ছরোয়ার জোমাদ্দার,সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয় পার্টিÑ জেপির উপজেলা মহিলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার,সাধারণ সম্পাদক মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক হাসিনা বেগম, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুব সংহতির আহবায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার,স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, মো. মনির তালুকদার,উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. জাহিদুল ইসলাম,পৌর ছাত্রসমাজের আহবায়ক মো. মাহাবুব শরীফ শুভ প্রমুখ। এদিকে গতকাল শুক্রবার দুপুরে মেয়র পদপ্রার্থী লায়লা আরজুমান বানু এর পক্ষে ভা-ারিয়া নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহেদুর রহমানের কাছে ফরম জমা দেন জাতীয় পার্টিÑ জেপির উপজেলা মহিলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার। এসময় উপস্থিত ছিলেন মহীলা নেত্রী সালমা আক্তার,ছালমা পারভিন,অনামিকা সিকদার,ঝুমুর কাজী ,নাসিমা আক্তার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার প্রমুখ। উপজেলা নির্বাচন কার্যালয়সূত্রে জানাগেছে, গতকাল শুক্রবার পর্যন্ত মেয়র পদে ১২টি ফরম, সংরক্ষিত (মহিলা)পদে ১৮ এবং ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (কাউন্সিলর) পদে ৫১জন। তিনটি পদে মোট ৮১জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরম কিনেছেন বলে জানিয়েছেন ভা-ারিয়া নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহেদুর রহমান। ১৯জুন পিরোজপুর জেলা সম্মেলন কক্ষে যাচাই বাছাইয়ের জন্য প্রর্থীদের নির্ধারিত সময় উল্ল্যেখ করে দিয়েছেন ভা-ারিয়া নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহেদুর রহমান। শুক্রবার বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়র পদে তিন জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে দুইটি এবং সাধারণ সদস্য(কাউন্সিলর) পদে চার জন সহ মোট নয় জনে মনোনয়ন পত্র জমা দিয়েছে। আগামী ১৭ জুলাই ইভিএমএ(ইলেক্ট্রনিস ভোটিং মেশিনে) ভোট গ্রহনের কথা রয়েছে। অন্যদিকে আগামী ১৭জুলাই ভোট গ্রহনের জন্য উপজেলা নির্বাচন অফিসকার্যালয় ভোট কেন্দ্র,ভোট কক্ষসহ আনুসাঙ্গীক কার্যক্রম সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে চলছে বলেও জানান, ভা-ারিয়া নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহেদুর রহমান। এদিকে পৌরসভা গঠনের দীর্ঘ ৮বছর পর পৌরবাসী তাদের মৌলিক অধীকার ভোট প্রদান করতে পারবে বলে সর্বত্র চলছে প্রার্থীদের নিয়ে নানা আলোচনা। বিশেষত যোগ্য ব্যক্তিকে মেয়র নির্বাচিত করার জন্য ভোটারগণ তাদের আত্বীয়স্বজনসহ সুভাকাঙ্খীদের সাথেও আলাপ আলোচনা অব্যাহত চালিয়ে যাচ্ছে।