মুফতী ফয়জুলের শারিরীক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন জাহাঙ্গীর আলম মুফতী ফয়জুলের শারিরীক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন জাহাঙ্গীর আলম - ajkerparibartan.com
মুফতী ফয়জুলের শারিরীক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন জাহাঙ্গীর আলম

3:58 pm , June 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী ফয়জুল করীমের শারিরীক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ থেকে বহিস্কৃত এ নেতা বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে এসে খোঁজ খবর নিয়েছেন। এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বলেন, রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরীফে এসে পৌছান। এক ঘন্টা সময় তিনি এখানে অবস্থান করেছিলেন। তিনি বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী মুফতী ফয়জুল করীমের শারিরীক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। জাহাঙ্গীর আলম ও মুফতী ফয়জুল করীম একান্তে কথা বলেছেন। তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু জানেন না জানিয়ে সানাউল্লাহ বলেন, মুফতীর কক্ষ থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT