3:58 pm , June 16, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ‘আমার মন বলছে জালেমরা এই বাংলাদেশের শান্তিকামী মানুষদের উপর আর জুলুম করতে পারবে না। মেয়র হওয়া আমাদের সম্মান অর্জন করা বা এর থেকে আমাদের কোন অর্থ উর্পাজন করা আল্লাহর কসম করে বলছি এর মধ্যে কিঞ্চিৎ উদ্দেশ্য আমাদের মধ্যে নেই। কারন আল্লাহ রব্বুল আলামিন একজন মেয়রের সম্মানের চেয়ে শত শত মেয়রের সম্মান আল্লাহ আমাদের দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামীন আমাদের আর্থিকভাবেও দুর্বল রাখেননি। শুক্রবার বাদ জুম্মা বরিশাল নগরীর সদর রোডে সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীসহ নেতাকর্মীদের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার এবং সিইসি’র পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।
চরমোনাই পীর আরো বলেন, এখানে নতুনভাবে আমাদের সম্মান অর্জন করতে হবে, অর্থ কামাই করতে হবে এ ধরনের কোন আশায় আমরা নির্বাচনে আসি নাই।
বরিশালবাসীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, বরিশালের মানুষ যেন স্বাধীনভাবে তাদের ন্যায্য অধিকারের ক্ষেত্র তৈরি করতে পারেন আর তাদের খাদেম হিসেবে আমরা পাশে থাকতে পারি সেজন্য নির্বাচনে এসেছিলাম।
সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, বরিশালে যে ইতিহাস বর্তমান সরকার, বর্তমান ইসি, বর্তমান প্রশাসন ঘটিয়ে দেখিয়েছে, তা তামাম দুনিয়ার মধ্যে কলঙ্ক হিসেবে ইতিহাস হয়ে থাকবে। একজন ফয়জুল করীম নয়, তামাম দুনিয়ার আলেমদের উপর আঘাত করা হয়েছে।
তিনি বলেন, ফয়জুল করীম এই বরিশালের সন্তান, এই সদর থানাই হলো আমাদের বাড়ি, আমরা পানির স্রোতে ভেসে আসিনি। আজ যারা এই ধরনের আচরণ করেছেন, আপনাদের আমি বলতে চাই, যে আপনারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, আপনারা দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আপনারা আবু জাহেলের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
দলটির আমীর রেজাউল করিম বলেন “আমাকে হতভম্ব করে ফেলেছে”। এই রকম নির্দোষ, এ রকম একজন নায়েবে আমীরের উপর হামলা পরিকল্পিত হত্যা করার জন্যই করা হয়েছে।
তিনি বলেন, যারা নাস্তিকদের পক্ষ অবলম্বন করেছো তোমাদের সতর্কবানী হিসেবে বলতে চাই, তোমরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হবে।
তিনি সিইসিকে ধিক্কার জানিয়ে বলেন, এই সরকার সাংবিধানিক পদগুলোতে দলীয় ও মেরুদন্ডহীন অন্ধ আনুগত্যের লোকজন বসিয়েছে তা জানা ছিলো। কিন্তু হাবিবুল আউয়ালের মতো একজন বিকারগ্রস্ত লোককেও যে সিইসি’র মতো দায়িত্বে এনেছে তা ভাবনাতীত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থীর মৃত্যু কামনা করে যে লোক, তাকে আর এক মুহুর্তের জন্যও সাংবিধানিক দায়িত্বে দেখতে চাই না। অবিলম্বে এই লোককে সিইসি’র পদ থেকে ছুড়ে ফেলতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, আজ দেশ হুমকির মুখে। স্বাধীনতার জন্য বাংলার মানুষ লাখ লাখ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। আজ দেশ পরদেশের তাবেদারীতে চলে গেছে, ওখান থেকে যেভাবে সিদ্ধান্ত হয় আমাদের বাংলাদেশে সেভাবে নাচতে হয়। দেশ, ঈমান, ইসলাম ও আলেমদের রক্ষার জন্য, জালেমদের উৎখাতের জন্য আরেকবার নতুন করে যুদ্ধে নামতে হবে।
দলের মহানগর সহ-সভাপতি সৈয়দ নাসির আহমাদ কাওছার এর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভে আরো বক্ত রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মুফতী সৈয়দ নুরুল করীম, চরমোনাই ইউপি চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম, জাগুয়া ইউপি চেয়ারম্যান মুফতী হেদায়েতুল্লাহ আজাদী সহ বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
জুম্মার নামাজের পর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডে আসতে শুরু করেন। সমাবেশস্থলে সিইসি’র প্রতীকী কফিন রাখা হয়। পাশাপাশি ওই সড়ক ঘিরে থাকা বিভিন্ন মন্দির ও গির্জার সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাহারায় ছিলো।
এ সময় এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। তবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শুরু ও শেষ হয়। আর কর্মসূচি চলাকালে নগরীর প্রধান সড়ক সদর রোডে যান চলাচল বন্ধ ছিলো।