রাজাপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার রাজাপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার - ajkerparibartan.com
রাজাপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

3:26 pm , June 16, 2023

রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরে আট বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্তকে  গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শাহিন হাওলাদার (২০)। সে উপজেলার বড় কৈবর্তখালী গুচ্ছ গ্রামের বাসীন্দা। পুলিশ জানায়, ৩০মে রাত ৮টার দিকে বিদ্যুৎ না থাকায় ভুক্তভোগী শিশুটি তার মায়ের সাথে বাইরে বের হয়। পিছন থেকে শাহিন ওই শিশুটির মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে শাহিন পলাতক ছিলো। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে ১৪ জুন এলাকায় এসে ১৫ জুন দুপুরে রাজাপুর থানায় শাহিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শুক্রবার দুপুরে শাহিনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT