3:25 pm , June 16, 2023
লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মো. জিসান নামে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের হোসেন চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জিসান ওই এলাকার মো. জাহাঙ্গিরের ছেলে।
শিশুর স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল জিসান। খেলার ছলে বাড়ি থেকে দৌঁড়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওপর চলে যায় সে। এ সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু জিসান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।