3:24 pm , June 16, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ সামনের চাকা পাংচার হয়ে পুকুরে পড়েছে একটি যাত্রীবাহী বাস। গতকাল শুক্রবার বাবুগঞ্জের ছয় মাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি। ৪ জন যাত্রী একটু আহত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজশাহী থেকে ছেড়ে শিহাব পরিবহনের একটি বাস কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসে ১০ জন যাত্রী ছিলো। ছয়মাইল এলাকায় পৌছুলে দ্রুত গতির বাসটির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বাসে থাকা ১০ জন যাত্রীর মধ্যে ৪ জন যাত্রী গুরুতর আহত হওয়ায় তাদেরকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।