ববি ও মেরিন একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ববি ও মেরিন একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত - ajkerparibartan.com
ববি ও মেরিন একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

4:50 pm , June 15, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষা সহযোগীতার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর অডিটরিয়ামে বৃহষ্পতিবার এই শিক্ষা সহযোগীতা সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুপ্রভাত হালদার এবং বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর পক্ষ থেকে একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম রায়হান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, ট্রেজারার ও সকল বিভাগের ডিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা এবং বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান বিএন সহ সকল প্রশিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল প্রতিবেশী দুটি প্রতিষ্ঠান হওয়ায় সকল ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা বিনিময়ের মাধ্যমে দুটি প্রতিষ্ঠান নিজেদের মানোন্নয়নের পাশাপাশি বাংলাদেশের জন্য শিক্ষিত ও দক্ষ জনবল তৈরি করতে পারবে।
বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান বিএন বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় এর সাথে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর শিক্ষা সহযোগীতা সমঝোতা স্মারক এর মাধ্যমে ক্যাডেটদের শিক্ষা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT