বিয়ের দাবীতে সহপাঠীর বাড়িতে কলেজ ছাত্রীর অনশন বিয়ের দাবীতে সহপাঠীর বাড়িতে কলেজ ছাত্রীর অনশন - ajkerparibartan.com
বিয়ের দাবীতে সহপাঠীর বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

4:48 pm , June 15, 2023

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাসনে বিয়ের দাবীতে সহপাঠী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে অর্নাস পড়–য়া এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামে প্রেমিক শাকিল হাওলাদারের বাড়িতে অনশন শুরু করে ওই শিক্ষার্থী। সহপাঠীর প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিক শাকিল হাওলাদার। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়। অনশনকারী শিক্ষার্থীকে দেখতে ওই বাড়িতে ভীড় করে অনেকেই।
অনশনকারী শিক্ষার্থী জানান, ওই ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে শাকিল ও তিনি একই ক্লাসে অধ্যয়নরত আছেন। একই শ্রেণিতে লেখাপড়া করার সুযোগে  সহপাঠী শাকিল প্রায় সময় তাদের বাড়িতে আসা যাওয়া করতো। এরই মধ্যে তাদের দুজনের  মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক শাকিল বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বৃহস্পতিবার সকালে শাকিল তার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে ছাত্রীকে তার বাড়িতে ডেকে নেয়। পারে তাকে বিয়ের জন্য বলা হলে প্রেমিক শাকিল অস্বীকৃতি জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।শাকিলের ও তার পরিবারের সদস্যরা পালিয়ে থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঘটনাটি শুনে উভয় পরিবারকে সমোঝতার জন্য ডেকেছেন।দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি শুনে ওই ছাত্রীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT