4:48 pm , June 15, 2023
কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন
কাউখালী (পিরোজপুর) প্রতিবেদক ॥ আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী। গত ৫ জুন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু আনুষ্ঠানিকভাবে সাইকেল প্রতীকের বর্তমান চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টি জেপির সহ-সভাপতি সিকদার মোঃ দেলোয়ার হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
গত ৯ জুন শুক্রবার রাতে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
সোমবার আনুষ্ঠানিকভাবে শিয়ালকাটি ইউনিয়নের নৌকার মাঝি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের হাতে দলীয় মনোনয়নপত্র বুঝিয়ে দেওয়া হয়।
প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকেই তাদের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় নৌকা ও সাইকেলের ছবি প্রকাশসহ নির্বাচনী নানা বিষয়ে প্রচার চালাচ্ছেন।
শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কাজ করছে আতঙ্ক, উদ্বেগ,
উৎকণ্ঠা। কারণ এই দুই প্রভাবশালী প্রার্থী ২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সে সময় দুটি ভোট কেন্দ্রে ভোটের বাক্স ছিনতাই, সংঘর্ষ, গুলিবর্ষণের ঘটনায় দুইটি কেন্দ্রের নির্বাচন ফল স্থগিত করেছিলেন নির্বাচন কমিশন।
পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে উক্ত দুই কেন্দ্রে ২০১৮সালের তিন অক্টোবর পুনরায় ভোটগ্রহণ হয় । সে সময়ও হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালকাঠী ইউনিয়নটি বিএনপি-জামায়াতের ভোটব্যাংক খ্যাত হলেও এই নির্বাচনে তাদের কোন প্রার্থী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুলাইয়ের এই নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ জুন। যাচাই-বাছাই করা হবে ১৯ জুন এবং প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের সময় নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।