বাবুগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড বাবুগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড - ajkerparibartan.com
বাবুগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড

4:47 pm , June 15, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্ট অভিযানে দুই ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে চরের মাটি কাটার দায়ে আবদুল আজিজ ও খোকন ঘরামিকে ১ লাখ টাকা অর্থদন্ড দেওয়ার পাশাপাশি মাটি কাটার ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রলার স্থানীয় ইউপি সদস্যের অনুকূলে জিম্মায় দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, বাবুগঞ্জ থানা পুলিশের ১ টি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT