4:47 pm , June 15, 2023
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডে মাদক বিক্রি করায় বাধা দেয়ায় ঘরে হামলা করে ভাংচুর করেছে মাদক বিক্রেতা চক্র। থানায় অভিযোগ ও আহত সুত্রে জানাগেছে, মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত সামচুল হক হাওলাদারের সম্পত্তিতে জোর পূর্বক ঘর তুলে বসবাস করে আসছে মৃত মতিউর রহমান হাওলাদারের পুত্র বারেক হাওলাদার। বারেক হাওলাদারের ছেলেরা বাড়ীর সামনে অবাধে মাদক বিক্রি করায় মৃত সামচুল হক হাওলাদের ছোট ছেলে ইমরান হক রনি নিষেধ করে। তখন বারেক হাওলাদারের মাদকাসক্ত ছেলেরা রনিকে চর দেয়। এরই জেরধরে বৃহস্পতিবার বিকেলে দিকে আঃ বারেক হাওলাদার, তার পুত্র রাজু হাওলাদার, রাজিব হাওলাদার, রাজন হাওলাদার, সিরাজুল হাওলাদার, মিরাজ, ইকরাম ও মৃত কবির হাওলাদারের পুত্র সাব্বির হাওলাদার দেশীয় অস্ত্র নিয়ে রনির বাড়ীতে গিয়ে বসতঘরে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে ভাংচুর চালায়। এসময় ঘরের ভীতরে থাকা লোকজন ছুটে আসলে তাদেরকেও মারধর করে বারেক হাওলাদার ও তার ছেলেরা। ঘরের ভীতরে থাকা শিশুদেরকেও মারধর করে মাদকাসক্ত সন্ত্রাসীরা বলে জানিয়েছেন আহতের পরিবার। আহতদের ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মৃত সামচুল হক হাওলাদারের পুত্র আরিফুল হক নিপু বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।