স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি শাহে আলম স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি শাহে আলম - ajkerparibartan.com
স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি শাহে আলম

4:47 pm , June 15, 2023

সাইদুল ইসলাম, বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বীজ, নারকেল গাছের চারা ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। এসময় তিনি দেশের প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে সবাইকে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল জাতি হয়ে এবং পরনির্ভরতা কাটিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে উন্নত  সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তনয় সিংহের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT