মঠবাড়িয়ায় ব্যবসায়ির দুই লাখ টাকার গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা মঠবাড়িয়ায় ব্যবসায়ির দুই লাখ টাকার গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় ব্যবসায়ির দুই লাখ টাকার গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা

4:46 pm , June 15, 2023

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়ায় শামীম হাওলাদার নামে এক ব্যবসায়ির ৫০ বছরের ভোগ দখলীয় সম্পত্তিতে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ টাকার গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ আপন চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় ব্যবসায়ি শামীম হাওলাদার মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। ব্যবসায়ি শামীম হাওলাদার জানান, মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের উত্তর বড়মাছুয়া গ্রামের মূল সড়কের পাশে তিনি ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত নয় শতাংশ জমি দীর্ঘ ৫০ বছরেরও বেশী সময় ধরে ভোগ দখল করে আসছেন। তার ভোগ দখলীয় জমির মধ্যে থেকে জমি দাবী করে মঙ্গলবার বিকেলে আপন চাচাতো ভাই শহীদ হাওলাদার, মাসুম হাওলাদার, বশির আহমেদ দুলাল ও জাহিদুল ইসলাম জমির সীমানা টিনের বেড়া ভেঙ্গে ব্যবসায়ি শামীম হাওলাদারের রোপনকৃত রেন্ট্রি, চাম্বল, মেহগনি, সুপারি, নারিকেল, আম, আমড়া ও কলাগাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ টাকার গাছ কেটে ফেলে।
শামীম হাওলাদার আরো জানান, উক্ত জমিতে তিনি বসতঘর নির্মাণের জন্য ইতোমধ্যে বালু ভরাট করেছেন। কিন্তু তার বসতঘর উত্তোলনে বিঘœ সৃষ্টির জন্য চাচাতো ভাইয়েরা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ক্ষতি সাধন করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT