ভোলার গ্যাস বরিশালে না আসলে কঠোর আন্দোলন ॥ দাবী বাস্তবায়নে কমিটি গঠন ভোলার গ্যাস বরিশালে না আসলে কঠোর আন্দোলন ॥ দাবী বাস্তবায়নে কমিটি গঠন - ajkerparibartan.com
ভোলার গ্যাস বরিশালে না আসলে কঠোর আন্দোলন ॥ দাবী বাস্তবায়নে কমিটি গঠন

4:43 pm , June 15, 2023

মোবাশ্বির উল্লাহকে আহবায়ক – ডা: মনীষা চক্রবর্তীকে সদস্য সচিব
খবর বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা সদরে মিউনিসিপিলিটি কো-অপারেটিভ কার্যালয়ে  ভোলার গ্যাস ঢাকায় না পাঠিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঘরে ঘরে গ্যাস চাই” আন্দোলনের সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। সভায় বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, বিশিষ্ট নাগরিক বাহাউদ্দীন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার,  ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনের সংগঠক শওকত হোসেন, বিশিষ্ট সাংবাদিক নিয়ামত, বিশিষ্ট নাগরিক হাফেজ মুহাম্মদ বনি আমিন প্রমুখ।বক্তারা বলেন, ভোলার গ্যাস দিয়ে ভোলাসহ অনুন্নত দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি। এই গ্যাস দিয়ে ভোলাসহ বরিশালের কলকারখানায় ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে জনগণের দাবির প্রেক্ষিতে সর্বশেষ ২০১৮ সালেও প্রধানমন্ত্রী বরিশালে সমাবেশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরও দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের কোন ব্যবস্থা না করে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের এই চুক্তি দক্ষিণাঞ্চলের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। এই চুক্তি দক্ষিণাঞ্চলের  উন্নয়নকে বহুগুণ পিছিয়ে দেবে। বক্তারা অবিলম্বে ইন্ট্রাকোর সাথে এই চুক্তি বাতিল করে ভোলার গ্যাস ভোলাসহ বরিশাল বিভাগের কলকারখানা ও আবাসিক খাতে সরবরাহের দাবি জানান। অন্যথায় বরিশালবাসীকে সাথে নিয়ে বরিশাল থেকে ভোলা রোডমার্চ,লংমার্চের মত কর্মসূচি দেয়ার হুশিয়ারী জানান বক্তারা।সভাশেষে মোবাশ্বির উল্লাহকে আহবায়ক এবং ডা: মনীষা চক্রবর্তীকে সদস্য সচিব করে ‘“ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন “ প্ল্যাটফর্ম গঠন করা হয়। এই প্ল্যাটফর্ম থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। আগামী ১৮ জুলাই ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT