চরফ্যাশন ৩টি মাছ ধরার ট্রলার ডুবি চরফ্যাশন ৩টি মাছ ধরার ট্রলার ডুবি - ajkerparibartan.com
চরফ্যাশন ৩টি মাছ ধরার ট্রলার ডুবি

4:29 pm , June 14, 2023

ভোলা অফিস ॥ চরফ্যাশনের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোরে ৩৬ জন মাঝিমাল্লাসহ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অপর জেলেদের সহযোগীতায় ডুবে যাওয়া ট্রলারসহ মাঝি ও জেলেদের উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার বিকেলে চরফ্যাশন উপজেলার চরনিজাম সংলগ্ন মেঘনায় এ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। ঐ সময় মনপুরা ও নেয়াখালীর ৩টি ট্রলার মাছ ধরার কাজে ব্যস্ত ছিলো। হঠাৎ করেই ঝড় শুরু হলে নদী উত্তাল হয়ে উঠে। কিছু বুঝে উঠার আগেই মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের দুলাল এবং নান্নু মাঝির দুটি ট্রলার ও নোয়াখালীর ১টি ট্রলারের ৩৬ জন মাঝি মাল্লাসহ ডুবে যায়। এ সময় চর নিজাম এবং সাকুচিয়ার বেশ কয়েকটি ট্রলারে জেলেরা মাছ ধরছিলো। তারা দ্রুত এগিয়ে গিয়ে ডুবে যাওয়া ট্রলার এবং জেলেদের উদ্ধার করে সাকুচিয়া নিয়ে আসে। তবে নোয়াখালীর সুবর্ন চরের ট্রলারের মাঝির নাম জানা যায়নি।
এদিকে বিষয়টি নিশ্চিত করে মনপুরা উপজজেলার দক্ষিন সাকুচিয়ার ইউনিয়নের চেযারম্যান অলিউল্ল্যাহ কাজল বলেন, এ ঘটনার পর সকল জেলে নিরাপদে ফিরে এসেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT