১৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৪ উপজেলায় সার্চিং কর্মসূচি ১৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৪ উপজেলায় সার্চিং কর্মসূচি - ajkerparibartan.com
১৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৪ উপজেলায় সার্চিং কর্মসূচি

4:26 pm , June 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ৬ মাসের কম নয় ও ৫ বছরের বেশী নয় এমন শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। পুরাতন অর্থ বছরের দ্বিতীয় ও শেষ এই কর্মসূচী শুরু হবে ১৮ জুন। ওই দিন সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলবে ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম। জেলায় সর্ব মোট ৩ লাখ ৮ হাজার ১৯৪ শিশুকে ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান। এ সময় জেলার সিনিয়ন স্বাস্থ্য শিক্ষা অফিসার আবদুল জলিল উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্য বলেন, জেলায় ০৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৩১৫ জন শিশুকে ১ লাখ ক্ষমতা সম্পন্ন নীল এবং ২-৫৯ মাস বয়সী শিশুকে ২ লাখ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের একটি ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। তবে অসুস্থ্য থাকা ( জ¦র,সর্দি,কাশি,ডায়েরিয়া) শিশুদের ভিটামিন না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া কোন কারনে ভিটামিন ক্যাপসুল খাওয়ার পর কোন শিশু অসুস্থ্য হয়ে পড়ে তাহলে স্থানীয় হাসপাতালের নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে নদী বেষ্টিত জেলা হওয়ায় বরাবরের মত বাদ পড়া শিশুদের খুজে বের করার প্রোগ্রাম রাখা হয়েছে। তবে হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ উপজেলার সাথে এবার বাকেরগঞ্জ উপজেলাকে এই প্রোগ্রামের সাথে যুক্ত করা হয়েছে। যে সব শিশুরা ক্যাম্পেইনের দিন বাদ পড়ে যাবে এই ৪ উপজেলার ঘরে ঘরে গিয়ে স্বেচ্ছাসেবকরা তাদের খুজে বের করে ভিটামিন খাওয়ানোর ব্যবস্থা গ্রহন করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT