4:22 pm , June 14, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের জনগোষ্ঠির আয় উৎসারী কর্মকান্ডের প্রসারের লক্ষ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়ে এলো শরীয়াহ্ভিত্তিক বিনিয়োগ হিসাব ‘তাহ্সিন’। ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আজ এই ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, ব্যাংকের ইনভেষ্টমেন্ট ও সিএমএসএমই ডিভিশনের বিভাগীয় প্রধান এস এম মিজানুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সহজ শর্তে, দ্রুততম সময়ে বিনিয়োগ প্রাপ্তির সুবিধাসহ স্বল্প মুনাফার এই বিশেষ সেবায় রয়েছে সহনীয় ও সুবিধাজনকভাবে বিনিয়োগ পরিশোধের সুবিধা। সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচি, প্রান্তিক জনগণকে ব্যাংকিং সেবার আওতায় এনে আর্থিক অন্তর্ভুক্তিমূলক (Financial Inclusion) কর্মসূচির সর্বোচ্চ সুবিধা প্রদান করা ‘তাহ্সিন’ বিনিয়োগ প্রকল্পের মূল লক্ষ্য।