বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না বরিশাল জাপা বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না বরিশাল জাপা - ajkerparibartan.com
বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না বরিশাল জাপা

4:21 pm , June 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের কোন নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বুধবার বিকেলে জেলা ও মহানগর জাতীয় পার্টির এক কর্মী সভায় এ সিদ্বান্ত নেয়া হয়েছে বলে মহানগর কমিটির আহায়ক অধ্যাপক মহসিনউল ইসলাম হাবুল জানিয়েছেন।
তিনি বলেন, নগরীর অক্সফোর্ড মিশন রোডে বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের নির্বাচনী প্রধান কার্যালয়ে কর্মী সভা হয়।
অধ্যাপক হাবুল বলেন, কর্মীসভায় নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বরিশালে জাতীয় পার্টি অংশ নেবে না। এ সিদ্বান্ত কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দেয়া হয়েছে। সভায় জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, জেলা জাপার সদস্য সচিব এ্যাড এমএ জলিল, জাপা নেতা আকতার রহমান সপ্রু, রুস্তম আলী খান, এ্যাড বশির আহমেদ সবুজ, নজরুল ইসলাম হেমায়েত সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সকল কেন্দ্র কমিটির প্রধানগন উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT