মসজিদের সিঁড়িতে পাওয়া শিশু কন্যার ঠাঁই হয়েছে ছোটমনি নিবাসে মসজিদের সিঁড়িতে পাওয়া শিশু কন্যার ঠাঁই হয়েছে ছোটমনি নিবাসে - ajkerparibartan.com
মসজিদের সিঁড়িতে পাওয়া শিশু কন্যার ঠাঁই হয়েছে ছোটমনি নিবাসে

4:20 pm , June 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বটতলা সংলগ্ন একটি মসজিদে ফেলে রেখে যাওয়া শিশু কন্যার ঠাঁই হয়েছে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে। বুধবার বিকেলে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালনাধীন ছোট মনি নিবাসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সুশান্ত বালা। এর আগে গত সোমবার বরিশাল সিটি নির্বাচনের ভোটের দিন সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটিকে বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় উঠার সিড়ির মাঝ থেকে উদ্ধার করেছে মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, মসজিদের সিসি ক্যামেরায় দেখা সাড়ে ১০ টার দিকে মাস্ক পরিহিত এক নারী মেয়ে শিশুকে দোতলায় উঠার সিড়ির মাঝপথে রেখে চলে গেছে। খবর পেয়ে তিনি সাথে সাথে গিয়ে শিশু কন্যাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।
মুয়াজ্জিন বলেন, আমার দুই কন্যা রয়েছে। একটি সপ্তম শ্রেনী ও অপরটি তৃতীয় শ্রেনীতে পড়ে। তাই শিশু কন্যাটি তিনি বাসায় নিয়ে যান। স্ত্রী ও দুই কন্যা গত দুই দিন ধরে লালন-পালন করেছে। তাই শিশুটির প্রতি মায়া জন্মে গেছে। তাই শিশুটিকে দত্তক নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। পুলিশকে জানিয়েছি। তাদের পরামর্শেই
বুধবার দুপুর সাড়ে তিনটায় শিশুটিকে হস্তান্তর করেছি।
কোতয়ালী মডেল থানার এসআই নিশাত জানান, শিশুটির বয়স আনুমানিক ৫ দিন হবে। আমাদের কাছে কিংবা অন্য কারো কাছে রাখার নিয়ম নেই। তাই শিশুটির নিরাপত্তার জন্য আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে রেখে এসেছি।
এসআই নিশাত আরো বলেন, মসজিদের ভিডিও ফুটেজ তদন্ত করা হচ্ছে। শিশুটিকে কে রেখে গেছেন তার সন্ধানে তদন্ত চলছে।
ছোট মনি নিবাসের তত্ত্বাবধায়ক সুশান্ত বালা বলেন, শিশুটিকে তারা গ্রহন করেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আমরা ইচ্ছে করলেই বাচ্চাটি কাউকে দিতে পারিনা। যিনি শিশুটিকে পেয়েছে তিনিও যদি তাকে লালনপালনের জন্য নিতে চায় সেজন্য তাকে নিয়মানুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT