4:20 pm , June 14, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ভোটের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে ঘুষি দিয়ে রক্তাক্ত জখমকারীকে আরো একজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বুধবার বরিশালের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. আশরাফউদ্দীন তাকে জেলে পাঠিয়েছেন। এর আগে মঙ্গলবার আরো একজনকে জেলে পাঠানো হয়। উভয়ের বিরুদ্ধে কোন মামলা না হওয়ায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে বলে নন-জিআরও এএসআই সুব্রত জানিয়েছেন। জেলে পাঠানো ওই দুইজন হলো- মাইনুল ইসলাম স্বপন (৪৫) ও জহিরুল ইসলাম রিজবি (৪৫)। স্বপন নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার বাসিন্দা মো. হারুন অর রশিদের ছেলে ও রিজবি নগরীর নবগ্রাম রোডের কেরানী বাড়ীর বাসিন্দা শওকত আলীর ছেলে। নন জিআরও এএসআই সুব্রত জানান, মঙ্গলবার স্বপনকে ও বুধবার রিজবি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ। দুই জনকে জেলে পাঠানোর আদেশ দিয়েছে বিচারক। গত ১২ জুন সিটি ভোটের দিন নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে হাতপাখার মেয়র প্রার্থীর সমর্থকদের সাথে অন্যান্য মেয়র প্রার্থীর সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমসহ তার কর্মী সমর্থকদের উপর হামলা করা হয়। এতে মুফতি ফয়জুলসহ কয়েকজন রক্তাক্ত জখম হয়েছে।