নেত্রীর আশা আকাঙ্খা পূরণ হয়েছে -খোকন সেরনিয়াবাত নেত্রীর আশা আকাঙ্খা পূরণ হয়েছে -খোকন সেরনিয়াবাত - ajkerparibartan.com
নেত্রীর আশা আকাঙ্খা পূরণ হয়েছে -খোকন সেরনিয়াবাত

5:03 pm , June 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নৌকা প্রতীকের পোলিং এজেন্টদের মাধ্যমে ফলাফল পেয়ে এক প্রতিক্রিয়ায়  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশা আকাঙ্খা নিয়ে আমাকে প্রার্থী বানিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন, ভোটের মাধ্যমে আপনারা আমাকে বিজয়ী করে নেত্রীর আশা আকাঙ্খা পূরণ করেছেন।
সোমবার রাত ৮টায় নগরীর সদর রোডে সার্কিট হাউজের বিপরীতে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বলেন, বরিশাল বসবাসকারী শান্তিপ্রিয় নগরবাসী সালাম নিবেন। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও আল্লাহর ইচ্ছায় আমি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছি। আমি সমগ্র বাংলাদেশের গণমানুষের আশার প্রদীপ দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে  এই নগরীর সকল ভোটার, জনগন এবং আমার দলীয় সকল কর্মী যারা নির্বাচনের সাথে জড়িত তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা জানাই, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যসহ সাংবাদিকগনের প্রতি কৃতজ্ঞতা জানাই।
খোকন সেরনিয়াবাত বলেন, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আপনাদের প্রতি দেয়া সকল অঙ্গীকার সমূহ পর্যায়ক্রমে আমি বাস্তবায়ন করতে সচেস্ট থাকবো। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। নতুন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ সময় খোকন সেরনিয়াবাতকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও সমর্থকরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT