4:59 pm , June 12, 2023
লাঠিসোঠা হাতে নগরীতে চরমোনাই পীরের অনুসারীরা
হেলাল উদ্দিন ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় নগরী ঘেরাও করার চেষ্টা করছে চরমোনাই পরীরের অনুসারী ও সমর্থকরা। হামলার বিষয়টি চাউর হয়ে গেলে দুপুরের পর পরই দলে দলে নগরীতে প্রবেশ করতে শুরু করে চরমোনাই অনুসারীরা। বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। তাদের প্রত্যেকের হাতে লাঠিসোটা দেখা গেছে। এ ঘটনায় নগরে উত্তেজনা সৃষ্টি হয়। বিশৃঙ্খল পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থনে চলে যায় বরিশাল পুলিশ প্রশাসনসহ আইন শৃঙ্খলাবাহিনী। চরমোনাই থেকে বরিশালে নদী পথে প্রবেশ পথ নগরীর বেলতলা খেয়াঘাট থেকে ট্রলার চলাচল বন্ধ করে দেয় কাউনিয়া থানা পুলিশ। এছাড়া সড়ক পথে বরিশালে প্রবেশের একমাত্র মাধ্যম দপদপিয়া ব্রীজ বন্ধ না করলেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় সেখানে। বন্দর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে চরমোনাই অনুসারীদের বেশ কয়েকটি গাড়ি নগরীতে প্রবেশ করতে চাইলে ব্রীজ থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে বরিশাল মেট্টোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর মুকুল বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আগাম ব্যবস্থা হিসাবে আমরা বেলতলা খেয়াঘাট সাময়িক বন্ধ রেখেছিলাম। খুব জরুরী কোন বিষয় বা যাত্রী না হলে আমা খেয়া ছাড়ছি না। বলতে পারেন খেয়া পারাপার এখনো শিথিল অবস্থায় রয়েছে। পরবর্তী পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, চরমোনাইর প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটার পরপরই আমরা দপদপিয়া ব্রীজে পুলিশ মোতায়েন করি। কারন আমাদের ধারনা ছিলো এ ঘটনার পর চরমোনাই থেকে শত শত মানুষ নগরীতে প্রবেশ করতে চেষ্টা করবে । তিনি বলেন, নির্বাচনের কারনে আজ এমনিতেই যানবাহন চলাচল নিষিদ্ধ। তাই যানবাহন তেমন একটা নেই বললেই চলে। আর চরমোনাই থেকেও তেমন কোন লোকজন বা গাড়ি আসেনি। তাই ব্রীজে যানবাহন চলাচল বন্ধ করা প্রয়োজন হয়নি। তবে এখানে পুলিশ মোতায়েন থাকবে।