4:49 pm , June 12, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল ও খুলনার ফলাফল প্রত্যাখ্যান এবং রাজশাহী ও সিলেটের নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একইসাথে সিইসির পদত্যাগ ও দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন পীরসাহেব চরমোনাই। ১২ জুন সোমবার সন্ধ্যায় বরিশালের চাঁদমারিতে হাতপাখার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা ও কর্মসূচির কথা জানান। এসময় তিনি বলেন, আমার ছোট ভাই বরিশাল সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী ফয়জুল করীম এর উপর হামলা ও তাকে রক্তাক্ত করার প্রতিবাদ হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা প্রমানিত হয়েছে।
রেজাউল করীম এসময় দুপুরে মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীম এর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শুক্রবার বাদ জুম্মা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন ইসলামি আন্দোলনের এই নেতা। এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।