পাথরঘাটায় ৪ বস্তা হরিনের মাংস উদ্ধার পাথরঘাটায় ৪ বস্তা হরিনের মাংস উদ্ধার - ajkerparibartan.com
পাথরঘাটায় ৪ বস্তা হরিনের মাংস উদ্ধার

4:09 pm , June 11, 2023

পাথরঘাটা প্রতিনিধি ॥ সুন্দরবন সংলগ্ন বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর চরদুয়ানীর খালের মুখ থেকে পাচারের ২শ কেজি হরিনের মাংস উদ্ধার করেছে চরদুয়ানী নৌ পুলিশ। এসময় হরিনের মাংস বহনকারী একটি ট্রলার জব্দ করতে পারলেও হরিনের মাংস পাচারকারীরা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চরদুয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল ইসলাম সরদার।
শনিবার  দিবাগত রাত আড়াইটার দিকে এগুলো উদ্ধার করা হয়।
ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল ইসলাম সরদার জানান, নিয়মিত বলেশ্বর নদীতে টহল দেয়ার সময় দেখা যায় বিষখালী ও বলেশ্বর নদীর বাড়ানি খালের মুখে একটি মাছ ধরা ট্রলার থেকে কিছু নামানো হচ্ছে। এসময় ট্রলারের কাছে গেলে ট্রলারে থাকা লোকজনকে লাফিয়ে পরে পালিয়ে যায়। পরে ট্রলারে উঠে তল্লাশি করে চারটি বস্তা পাওয়া যায়। এই বস্তার মুখ খুলে দেখা যায় এরমধ্যে হরিনের মাংস। যা আনুমানিক ২শ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT