4:08 pm , June 11, 2023
রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধ তদন্ত করে সমাধানের নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহর শংকর এলাকার আলমগীর হাওলাদারের বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো : বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কচুবুনিয়া এলাকার মৃত তোফাজ্জেল হোসেন এর ছেলে শহিদুল ইসলাম ভোলা দক্ষিন আইচা উপজেলার চড় আরকলমি এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আল আমিন, নোয়াখালি জেলার কবির হাট উপজেলার শ্রীনদ্দি এলাকার মৃত আবুল মোবারক এর ছেলে নিজাম উদ্দিন , লক্ষ্মীপুর সদরের রতনপুর এলাকার মৃত আব্দুল সত্তার এর ছেলে কামাল উদ্দিন , ভোলা জেলার লালমোহন উপজেলার চরভূতা এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে শামীম হোসেন শান্ত , ঝালকাঠি সদর উপজেলার গোয়ালকান্দা এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে এনায়েত হাওলাদার।
এই চক্র আন্তর্জাতিক মানবধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির ব্যানারে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এ ঘটনায় ৬ জনের নাম সহ আজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে মিজানুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। মিজানুর রহমান রাজাপুর উপজেলা সদরের মৃত আইউব আলী মৃধার ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, আমরা গতকাল (শনিবার) রাত সাড়ে নয় টার দিকে খবর পাই যে দুদক পরিচয়ে প্রতারণার সময় স্থানীয়রা ৬ জনকে আটক করেছে। তারা দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে মিজানুর রহমান নামে একজনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।