নারী স্বাস্থ্যসেবায় শেখ হাসিনার ভূমিকা অনন্য: আমু এমপি নারী স্বাস্থ্যসেবায় শেখ হাসিনার ভূমিকা অনন্য: আমু এমপি - ajkerparibartan.com
নারী স্বাস্থ্যসেবায় শেখ হাসিনার ভূমিকা অনন্য: আমু এমপি

4:08 pm , June 11, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তবে তারা বেশিরভাগই স্বল্প শিক্ষিত। আর এ কারণে অনেকক্ষেত্রেই তাদের স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার প্রথম থেকেই নারী স্বাস্থ্যের ওপর সবচে বেশি জোড় দিয়েছে। তাই আজ কমিউনিটি ক্লিনিকের মত নানামুখী স্বাস্থ্যসেবা  গ্রামে গ্রামে নারীর দোরগোড়ায় পৌছে গেছে। নারী এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবায় শেখ হাসিনা ভূমিকা এদেশে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে।
রোববার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশন আয়োজিত পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরী সুরক্ষায় “স্মার্ট ফ্যামিলি প্লানিং” সেবা প্রদানের লক্ষ্যে মাঠকর্মীদের মাঝে মোবাইল কম্পিউটার (ট্যাব) বিতরণ অনুষ্ঠানের প্রধাান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পরিবার পরিকল্পনা কার্যালয় ঝালকাঠির উপপরিচালক মো. শহীদুল ইসলাম এতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ২০ জন মাঠকর্মী প্রধান অতিথির হাত থেকে উপহার হিসেবে ট্যাব গ্রহণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT