কৌশলগতভাবে আমরা ভোটকেন্দ্রের বাইরে ব্যাজধারী লোক কম থাকব: মুফতি ফয়জুল করিম কৌশলগতভাবে আমরা ভোটকেন্দ্রের বাইরে ব্যাজধারী লোক কম থাকব: মুফতি ফয়জুল করিম - ajkerparibartan.com
কৌশলগতভাবে আমরা ভোটকেন্দ্রের বাইরে ব্যাজধারী লোক কম থাকব: মুফতি ফয়জুল করিম

4:06 pm , June 11, 2023

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন,  ‘কৌশলগতভাবে আমরা ভোটকেন্দ্রের বাইরে ব্যাজধারী লোক কম থাকব’। কিন্তু ভাববেন আমরা সব জায়গাতে আছি। আপনাদের ভোটকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। প্রশাসন আশ্বস্ত করেছে অবশ্যই তারা নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি ভোট উপহার দেবে। বিভ্রান্তিতে না পড়ে আপনারা সবাই ভোটকেন্দ্রে চলে আসবেন।গতকাল রোববার দুপুরে এক বিশেষ ভিডিও বার্তায় ফয়জুল করিম এ আহ্বান জানিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোনো অপপ্রচারে কান দেবেন না।বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী আরও বলেন, হয়তো বা কেউ বলবে ভোট হবে না, ভোট নিয়ে যাবে, দখল করবে-এ সব কোনো কথায় কান না দিয়ে সকাল সকাল সবাই ভোটকেন্দ্রে চলে আসবেন। নিশ্চিতভাবে আপনারা ভোট প্রদান করতে পারবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT