ভোট দিতে মানুষ কান্নাকাটি করছে-তাপস ভোট দিতে মানুষ কান্নাকাটি করছে-তাপস - ajkerparibartan.com
ভোট দিতে মানুষ কান্নাকাটি করছে-তাপস

4:06 pm , June 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ২০১৮ সালের মতো ভোট হলে আওয়ামী লীগের জনপ্রিয়তা বরিশালে শুন্যের কোঠায় পৌছে যাবে বলে মন্তব্য করে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, একটি সিটি কর্পোরেশন যদি তাদের হাত থেকে ছুটে যায় তাহলে কি সরকার পতন হয়ে যাবে?তাপস বলেন, একজন যোগ্য মানুষকে বসাতে চায়, যোগ্য মানুষকে ভোট দিতে চায়। মানুষ তাকে ধরে কান্নাকাটি করেছে “ ভাই ভোটটা কি দিতে পারবো না ? ”আমি সরকারের কাছে, আওয়ামী লীগের কাছে, আমার দলের কাছে, সিইসির কাছে অনুরোধ করছি তারা যেন বরিশালের মানুষের সাথে অন্যায় আচরন না করেন।আমরা সিইসিকে বলেছি আপনারা ওখান থেকে দেখবেন প্রয়োজনে “ভোট বন্ধ করে দেবেন”। আমার কোন আপত্তি নেই।
সরকার দলীয় এমপি থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আজকের মধ্যে বরিশাল নগরী ছাড়তে সরকার ও ইসি’র প্রতি আহ্বান জানিয়েছেন লাঙ্গল প্রতীকের এ মেয়র প্রার্থী। একই সাথে তার অভিযোগ আমলে নিয়ে আগামীকালের নির্বাচন সুষ্ঠু করার অনুরোধ জানান। রোববার সকাল ১০টায় নগরীর অক্সফোর্ড মিশন রোডে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানিয়েছেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যত বাধাবিঘœ আসুক আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ভোট দেয়ার চেষ্টা করবেন। বাধা আসলে প্রতিবাদ করবেন। আমরা আপনাদের সাথে আছি। সরকার যদি অন্যায় আচরন করে তাহলে রাজপথে প্রতিবাদ করবো। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলে তাপস জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেস্টা ও নির্বানের প্রধান সমন্বয়র অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ অন্যান্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT