ভোটারদের আশ্বস্থ করতে নগরীতে সকল বাহিনীর যৌথ ডমিনেটিং পেট্রোলিং ভোটারদের আশ্বস্থ করতে নগরীতে সকল বাহিনীর যৌথ ডমিনেটিং পেট্রোলিং - ajkerparibartan.com
ভোটারদের আশ্বস্থ করতে নগরীতে সকল বাহিনীর যৌথ ডমিনেটিং পেট্রোলিং

4:05 pm , June 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে শান্তিপূর্ন ও সুষ্ঠু ভোট করা এবং ভোটারদের উপস্থিতি বাড়াতে নগরীতে ডমিনেটিং পেট্রোল করেছে আইনশৃংখলা বাহিনী। ভোটারদের ভীতি কাটাতে রোববার দুপুরে নগরীতে পেট্রোলিং করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি জানান, তার নেতৃত্বে বেলা আড়াইটার দিকে শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল ষ্টেডিয়াম থেকে পেট্রোলিং শুরু করা হয়। নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করা হয়েছে।
তিনি আরো জানান, পেট্রোলিং বিজিবি, মহানগর পুলিশ, জেলা পুলিশ, আমর্ড ব্যাটালিয়ন পুলিশ, কোষ্টগার্ড ও র‌্যাবের দল অংশ নিয়েছে।
পুলিশ কমিশনার পেট্রোলিং শুরুর পূর্বে সাংবাদিকদের বলেন, আমি বারবার বলেছি আমরা শান্তিপূর্নভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, আপনারা আসেন নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি।
কারো মনে যেন ভীতি তৈরি না হয়, তাদের বোঝাতে চাই আমরা সব বাহিনী এখানে রয়েছি। তাই সবাইকে নিয়ে পেট্রোলিং করেছি।
মহানগরীর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত বলেন, পেট্রোলিং আউটার ষ্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর আমতলা মোড় হয়ে কাশিপুর সুরভী পেট্রোল থেকে ঘুরে বিএম কলেজ সড়কে আসেন। সেখান থেকে সদর রোড হয়ে ষ্টেডিয়ামে ফিরে এসেছেন তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT