মেয়র প্রার্থীরা কোথায় ভোট দিবেন মেয়র প্রার্থীরা কোথায় ভোট দিবেন - ajkerparibartan.com
মেয়র প্রার্থীরা কোথায় ভোট দিবেন

4:03 pm , June 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী রয়েছেন ৭ জন। সোমবার সকলে নগরীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ভোটার হয়েছেন নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের তার পৈত্রিক নিবাস সেরনিয়াবাত ভবন উল্লেখ করে। তিনি ভোট দিবেন বরিশাল সরকারী কলেজ কেন্দ্রে। তার একান্ত সহকারী মো. রুবেল জানিয়েছেন সকাল ৯টায় তিনি ভোট দিবেন। জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদরাসা কেন্দ্রে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া কমিটির সদস্য কেএম শরীয়তুল্লাহ জানিয়েছেন, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ভোটার হচ্ছেন হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি ওই ওয়ার্ডের রূপাতলী হাউজিং আ. রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দিবেন। জাকের পার্টির গোলাপফুল প্রতীকের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সদর রোডের সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। এবারের নির্বাচনে বরিশাল সিটিতে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮। মোট প্রার্থী হয়েছেন ১৬৭ জন, যার মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT