4:02 pm , June 11, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়ায় এক ওয়ার্ড বিএনপির নেতাকে বহিস্কার করা হয়েছে। রোববার নেতাকে বহিস্কার করা হয়েছে বলে মহানগর বিএনপির আহবায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা মো. জাহিদুর রহমান রিপন। বহিস্কার হওয়া বিএনপি নেতা হলো-মজনু বেপারী। সে নগরীর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। মো. জাহিদুর রহমান রিপন বলেন, প্রহসনের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা কার্যক্রম অংশ নিয়ে মজনু বেপারী। এ জন্য গত ৮ জুন তাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশের কোন জবাব না দিয়ে গুরুতর অসদাচরন করেছে সে।
তার নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত গনতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্খার প্রতি বিশ্বাসঘাতকতা। তাই বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।