কাউন্সিলর প্রার্থী ইমরানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরিদের বিস্তর অভিযোগ কাউন্সিলর প্রার্থী ইমরানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরিদের বিস্তর অভিযোগ - ajkerparibartan.com
কাউন্সিলর প্রার্থী ইমরানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরিদের বিস্তর অভিযোগ

4:30 pm , June 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের শেষ সময়ে আতংকের জনপদে রুপ নিয়েছে কাশিপুরস্থ ২৯ নং ওয়ার্ড। তফসিল ঘোষনার পর দীর্ঘ সময় নির্বাচনী মাঠে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করলেও গত এক সপ্তাহ আগে পাল্টে গেছে এই ওয়ার্ডের নির্বাচনী চিত্র। দিনে রাতে ঘটছে বিচ্ছিন্ন সংঘর্ষ ও মারধরের ঘটনা। ফলে নির্বাচনী উৎসবে মেতে থাকা এই এলাকার সাধারন মানুষ, ভোটার এবং প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে আতংক ও ভীতি ছড়িয়ে পড়েছে। যার নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী ইমরান মোল্লা। তিনি ওই ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। ওই ওয়ার্ড থেকে সাধারন কাউন্সিলর পদে নির্বাচন করছেন বর্তমান কাউন্সিলর ফরিদ আহমেদ। যিনি ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র একজন নেতা। তবে তিনি বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক অনুসারী।
স্থানীয়রা বলছেন নিশ্চিত হার জেনে কর্মী সমর্থকদের নিয়ে সন্ত্রাসী রুপে আবির্ভূত হয়েছে ইমরান মোল্লা। শুধু ফরিদ আহমেদ এর কর্মী সমর্থকই নয় তার পক্ষে নেই এমন সবাইকেই মারধর,ভয়ভীতি প্রদর্শন সহ নানাভাবে হয়রানী করছে। গত সপ্তাহে ফরিদ আহমেদ’র ৩ জন কর্মী সমর্থককে মারধর করেছে ইমরান ও তার দলবল। মারধরের শিকার ফরিদ কর্মী শহিদুল এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি।
কাউন্সিলর ফরিদ আহমেদ অভিযোগ করে বলেন, ইমরানের কর্মকান্ড দেখে মনে হচ্ছে নির্বাচন নয় সন্ত্রাসী কোন প্রতিযাগীতায় নেমেছে সে। একজন প্রার্থী হয়ে তিনি প্রকাশ্যে আগাম বিজয়ের ঘোষনা দিয়ে বলেন ১২ তারিখের পর পুরো এলাকা আমার দখলে থাকবে। তারপর দেখব তারা (ফরিদ সমর্থকরা) কিভাবে এলাকায় থাকে। ফরিদ আহমেদ আরো বলেন, গত এক সপ্তাহ ধরে আমার কর্মী সমর্থকরা ইমরানের ভয়ে প্রচার প্রচারনা করতে পারছে না। তিনি শংকা প্রকাশ করে বলেন, পরিস্থিতি এমন যে ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে সাহস পাচ্ছে না। তিনি এই ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের সার্বিক সহযোগীতা চেয়েছেন। প্রসঙ্গত এই ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে ফরিদ আহমেদ ৪ বার নির্বাচন করে দুই বার বিজয়ী হয়েছেন। আর ইমরানের এটিই প্রথম নির্বাচন। তার ুবরুদ্ধে দুটি ফৌজদারী মামলা থাকলেও খালাস পেয়েছেন ইমরান। অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করেও ইমরানকে পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT