বহিরাগতদের নগরী ছাড়তে মাইকিং বহিরাগতদের নগরী ছাড়তে মাইকিং - ajkerparibartan.com
বহিরাগতদের নগরী ছাড়তে মাইকিং

4:30 pm , June 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে বহিরাগতদের নগরী ত্যাগ করার নির্দেশ দিয়ে মাইকিং করেছে পুলিশ। শনিবার সকাল থেকে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগরের উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মো. আশরাফ আলী ভূঞা। তিনি জানান, বহিরাগতদের শনিবার রাত বারোটার মধ্যে নগরী ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল ভোটারদের আগ্নেয়াস্ত্র রয়েছে তারা সেই অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবেন না। এছাড়া যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। পায়ে চালিত রিক্সা ও ছোট নৌযান বাদে সড়ক ও নৌপথে কোন যান চলাচল করতে পারবে না। তবে নির্বাচন কমিশন থেকে অনুমোদনকৃত যানবাহন চলাচল করতে পারবে। এই তথ্য জনসাধারণকে জানাতে ১০টি গাড়িতে মাইকিং করা হয়েছে। হোটেল মালিকদের বলা হয়েছে, খুব জরুরী কাজে কেউ নগরীতে আসলে নিয়ম অনুযায়ী কাগজপত্র জমা রেখে হোটেল বুকিং দিতে। এর বাইরে কেউ নগরীতে অবস্থান করতে পারবেন না। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আশরাফ আলী ভূঞা আরও জানান, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করছি। নগরীতে বহিরাগত প্রবেশ ঠেকানোসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনী এলাকায় ২০টি চেকপোষ্ট বসানো হয়েছে। এর বাইরে নগরীতে ২০টি টহল টিম কাজ করছে। বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নির্বাচনের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত ত্রিশ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এছাড়া বিজিবির ১০টি দলের সঙ্গে ১০ জন নির্বাহী হাকিম দায়িত্বপালন করবেন। যদি কোথাও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন ১০ বিচারিক হাকিম। বরিশাল সিটি করপোরেশনে পঞ্চম পরিষদের এ ভোট আগামী ১২ জুন। ৫৮ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। এছাড়া পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। তারা ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে একজন, ১১৭ জন সাধারন কাউন্সিলর প্রার্থীর মধ্যে থেকে ৩০ জন ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে থেকে ১০ জন নির্বাচিত করতে ভোট দিবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT