4:28 pm , June 10, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনের ৮৪ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ন হিসেবে চিহিৃত করেছে পুলিশ। এসব কেন্দ্রে সাধারন কেন্দ্রের চেয়ে দুইজন পুলিশ ও আনসার সদস্য বেশি থাকবে। শনিবার মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মহানগর পুলিশ সদর দপ্তরে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন করা হয়।
সেখানে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ন কেন্দ্রে ২৪ থেকে ২৬ জন ও সাধারন কেন্দ্রে ২২ থেকে ২৪ জন দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহনের জন্য সাড়ে ৪ হাজার আইনশৃংখলারক্ষাকারী বাহিনী থাকবে। নগরীর মোড়ে মোড়ে চেকপোষ্ট স্থাপন করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই সামান্যতম কোনো ইন্সিডেন্ট যেন না ঘটে। মানুষ ভয়ভীতি নিয়ে ভোট কেন্দ্রে যাবে না, বরং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। এজন্য কোনো ধরনের প্যানিক সৃষ্টি করা যাবে না। ভোটাররা যেন রাস্তায় পুলিশ দেখে নিজেদের সিকিওর মনে করে।
তিনি বলেন, একটি থানার দায়িত্বে একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি), তিনজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), ৬ জন সহকারী কমিশনার (এসি) থাকবেন। নারী ভোটার ও কেন্দ্রের জন্য নারী পুলিশ সদস্যদের দিয়ে টিম করা হয়েছে। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে পুলিশের টিম থাকবে।
মহানগর পুলিশের প্রধান আরো বলেন, যারা ভোটার না কিন্তু এখানে অনেক দিন ধরে থাকছেন, কাজ করছেন তাদের তো বের করে দিতে পারবো না। তবে বরিশালে কোনো বহিরাগত থাকতে পারবে না। অর্থাৎ যারা ভোটার না; তবে যদি ইমার্জেন্সি হয় সে বিষয়টি আলাদা। তাও যাচাই বাছাই করা হবে।
শুধুমাত্র জরুরী কাজ এবং চিকিৎসা নিতে আসা ব্যক্তি ছাড়া কেউ নগরীতে অবস্থান করতে পারবে না। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নে যতটা কঠোর হওয়া দরকার া পুলিশ ততটাই কঠোরতা অবলম্বন করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা প্রমুখ।