আত্মবিশ্বাসী খোকন, আশা-শঙ্কা দুটোই আছে ফয়জুল ও তাপসের, ইশতেহারে আশা ছাড়েননি রুপন আত্মবিশ্বাসী খোকন, আশা-শঙ্কা দুটোই আছে ফয়জুল ও তাপসের, ইশতেহারে আশা ছাড়েননি রুপন - ajkerparibartan.com
আত্মবিশ্বাসী খোকন, আশা-শঙ্কা দুটোই আছে ফয়জুল ও তাপসের, ইশতেহারে আশা ছাড়েননি রুপন

4:24 pm , June 10, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ১০ জুন শনিবার। সকাল থেকেই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া ৭ মেয়র প্রার্থীর প্রচার প্রচারণায় মুখরিত ছিলো নগরীর ৩০টি ওয়ার্ড। একই সাথে ছিলো ১৭৭ জন কাউন্সিলর প্রার্থীর প্রচারণার প্রতিযোগিতা। তবে কাউন্সিলর নয়, নগরীতে আলোচনার শীর্ষে চারজন মেয়র প্রার্থী। যারা গত ২৬ মে থেকে সব সময় শিরোনাম হয়েছেম গণমাধ্যম ও সংবাদপত্রে। আর বেশিরভাগ সংবাদ কর্মীদের চোখ আটকে ছিলো এই চারজনের কর্মকা-ে। শনিবার সকাল দশটায় নগরীর মেডিকেল সড়কের পুলিশ কমিশনার কার্যালয়ে ছিলো সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময়।  নৌকা প্রতীকের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে দেখা গেল এখানে গর্বিত পদচারণায়। এখান থেকে বের হয়ে নগরীর চৌমাথা বাজার এলাকা থেকে সোনামিয়ার পুল পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় কাটান খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প কিছু নেই। ভোটের মাঠে এই একতা থাকলে নিশ্চিত জয় হবে নৌকার। জয় হাসিনা শ্লোগানে মুখরিত হবে বরিশাল নগরী। এদিকে বেলা এগারোটায় নগরীর ১০ নং ওয়ার্ড ভাটারখাল, বরফকল এলাকায় প্রচারণারত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, শেষ দিন আজ, রাত আটটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবো, তাই যতটা পারি নগরবাসীর কাছে নিজের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করছি। বলতে পারেন প্রচার প্রচারণা এখন তুঙ্গে।
বেলা সাড়ে এগারোটায় নগরীর ৬ নং ওয়ার্ড কলাপট্টি এলাকার এমইপিতে হাতপাখায় ভোটের অনুরোধ নিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমকে পাওয়া গেল তুমুল প্রচার প্রচারণায় ব্যস্ত অবস্থায়। কোনোভাবে পান চিবোতে চিবোতে বললেন, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, তবে বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ। বেলা দুটোয় বরিশাল প্রেসক্লাবে নিজের ইশতেহার ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান  রুপন। ৪০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে রুপন অনেকটা গর্বিত স্বরে বলেন, বিএনপির বেশিরভাগ মানুষই আমাকে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন। জয় আমারই হবে ইনশাআল্লাহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT