নিশ্চিত জয়ের পথে হাঁটছেন খোকন সেরনিয়াবাত : এ্যাড. নানক নিশ্চিত জয়ের পথে হাঁটছেন খোকন সেরনিয়াবাত : এ্যাড. নানক - ajkerparibartan.com
নিশ্চিত জয়ের পথে হাঁটছেন খোকন সেরনিয়াবাত : এ্যাড. নানক

4:23 pm , June 10, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও চৌদ্দ দলের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোই নেই উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নিশ্চিত জয়ের পথে হাঁটছেন খোকন সেরনিয়াবাত। তার জয় ঠেকাবার যোগ্য প্রতিদ্বন্দ্বি বরিশাল সিটিতে আর কেউ নেই।
শনিবার বিকেলে শেষ মুহুর্তের প্রচারণায় চৌদ্দ দলের নেতৃবৃন্দকে নিয়ে সংক্ষিপ্ত জমায়েতে তিনি এ কথা বলেন। এসময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত এর নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রাত আটটার মধ্যেই সব প্রচার প্রচারণা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে দলীয় নেতা কর্মীদের। শেষ দিনের এই প্রচারণায় এটা পরিষ্কার যে নগরবাসীর সমর্থন এখন খোকন সেরনিয়াবাত এর প্রতি। এরপর বরিশালের চৌদ্দ দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে  বিবিরপুকুর পাড়ে একটি র‌্যালী ও আশেপাশের দোকানপাট ও বাসাবাড়িতে গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ,  সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কার্যনিবার্হী সদস্য মো: আনিসুর রহমান, মো. গোলাম কবির রাব্বানী চিনু, বরিশাল  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, জাসদের মোঃ মহসিনসহ আরো অনেকে। এসময় নেতৃবৃন্দ সবাই বিজয়সূচক  চিহ্ন দেখান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT