নগরী থেকে পাঁচ জামায়াতের নেতা আটক নগরী থেকে পাঁচ জামায়াতের নেতা আটক - ajkerparibartan.com
নগরী থেকে পাঁচ জামায়াতের নেতা আটক

4:22 pm , June 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে জামায়াতের ৫ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত গভীর রাতে তাদের আটক করা হয় বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি জানিয়েছেন। আটককৃতরা হলো-নগরী কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারী আব্দুর রহমান, নগরীর ৪ নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, একই ওয়ার্ডের সেক্রেটারী মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম। কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দ্বিতীয় তলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া বলে জানিয়েছেন ওসি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT