৯নং ওয়ার্ডে নতুন মুখ লিংকু এসেই সাড়া ফেলেছেন ব্যবসায়ী ও প্রবীণদের মাঝে ৯নং ওয়ার্ডে নতুন মুখ লিংকু এসেই সাড়া ফেলেছেন ব্যবসায়ী ও প্রবীণদের মাঝে - ajkerparibartan.com
৯নং ওয়ার্ডে নতুন মুখ লিংকু এসেই সাড়া ফেলেছেন ব্যবসায়ী ও প্রবীণদের মাঝে

4:20 pm , June 10, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বড়ভাই সাবেক সফল কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে এবার বরিশাল সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছেন ছোটভাই লিংকু। নতুন মুখ লিংকু এসেই সাড়া ফেলেছেন ব্যবসায়ী ও প্রবীণদের মাঝে। তাছাড়া বয়সে তরুণ লিংকুর সমবয়সীরা বেশিরভাগই তার বন্ধু। এদিকে ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপির হারুন-অর-রশিদকে দল থেকে বহিষ্কার করার কারণে নিশ্চিত বিজয়ের পথে হাঁটছেন অপেক্ষাকৃত তরুণ সমাজসেবক হুমায়ুন কবির লিংকু। তিনি লড়ছেন রেডিও প্রতীক নিয়ে। সরজমিনে শনিবার বরিশাল সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যাবসাকেন্দ্র ফলপট্টি, চকবাজার, কাটপট্টি রোড এবং গির্জামহল্লার মানুষের সাথে কথা বলে জানা গেছে এসব তথ্য। স্থানীয় বাসিন্দারা আরো জানান, কাউন্সিলর হারুন অর রশিদ এর একচ্ছত্র দাপটের কারণে তারা খুব বিরক্ত। এর আগে লিংকুর ভাই নোমানও দুইবার সফল কাউন্সিলর ছিলেন। অনেকগুলো ভালো কাজের উদ্যোগ তিনি নিয়েছিলেন। পরবর্তীতে পারিবারিক ও ব্যবসায়ীক কারণে নোমান নির্বাচন ও রাজনীতি থেকে সরে যায় বলে জানান ব্যবসায়ী আহমদ হোসেন। এই ওয়ার্ডে ১২ জুনের নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে বর্তমান কাউন্সিলর হারুন-অর-রশিদ ঘুড়ি মার্কা নিয়ে, মোস্তাফিজুর রহমান মাসুম- ভূইয়া ঠেলা গাড়ি এবং হুমায়ুন কবীর লিংকু রেডিও প্রতীকের প্রার্থী হয়েছেন। তবে লিংকু দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজ নিয়ে কাজ করছিলেন। করোনাকালীন সংকটে তাকে দেখা গেছে বিভিন্ন সেবা নিয়ে ঘুরে বেড়াতে। যে কারণে পুরো এলাকার অধিকাংশ যুবক এবং মাঝ বয়সীরা লিংকুর পক্ষে প্রচারণায় নামতে দেখা গেছে। এছাড়াও সমবয়সী যুব ও বন্ধুমহলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে লিংকুর। আবার বড় ভাই নোমান অপেক্ষাকৃত বয়স্কদের ম্যানেজ করায় এবং লিংকুর মরহুম বাবা সৈয়দ চুন্নু মিয়ার প্রতিষ্ঠিত ব্যাবসা এখনো বিদ্যমান থাকায়, ব্যাবসায়ীদের মধ্যে রয়েছে আলাদা গ্রহনযোগ্যতা। তাছাড়া সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমানের দ্বারা উপকারভোগী বেশীরভাগ লোকের সমর্থনও রয়েছে লিংকুর প্রতি। প্রতিদ্ধন্দী প্রার্থী হারুন অর-রশিদ আপন বেয়াই হওয়ায় এবং বয়সে নবীন হওয়ায় বর্তমান কাউন্সিলরের নিকটজনের অনেক ভোট লিংকুর দিকে আসবে বলে জানান চকবাজারের ব্যবসায়ীরা। এ বিষয়ে আজকের পরিবর্তন পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে লিংকু বলেন, আমার ওয়ার্ডে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছাড়াও সমাজের শিক্ষিত, ভদ্র, মার্জিত অভিজাত শ্রেনীর বাসস্থান হিসেবে বরিশাল তথা দক্ষিনাঞ্চলে বাপক পরিচিতি রয়েছে। আমি নির্বাচিত হলে আগামীতে এলাকাবাসীকে সাথে নিয়ে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, মশক নিধন কার্যক্রমের সঠিক বাস্তবায়ন করবো। এছাড়াও সন্ত্রাসসহ সকল প্রকার বেআইনী তৎপরতা, কিশোর গ্যাং দৌরাত্ম প্রতিরোধে দিনরাত্রী কাজ করবো বলে জানান হুমায়ুন কবীর লিংকু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT