4:18 pm , June 9, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বান্দরোডের বঙ্গবন্ধু কলোনিতে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনে পুড়ে যাওয়া মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী যত দ্রুত সম্ভব এই ঘরগুলো পুন.নির্মাণ করে দেবার ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির নির্দেশে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনে পুড়ে যাওয়া ঘড়ের বসবাসকারীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সব গুলো পুড়ে যাওয়া ঘড় পুননির্মাণ করে দেবার প্রতিশ্রুতি প্রদান করেন।