4:18 pm , June 9, 2023
বরিশাল সিটি নির্বাচন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সহ প্রায় ৫১ কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় কন্ঠ দিয়েছেন সায়ন্তনী রাখী নামের এক তরুণী। তবে এই কাজের জন্য বেশ একটা সময় পাননি তিনি। খুব অল্প সময়ের মধ্যেই এসকল প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত নানা প্রতিশ্রুতি বাণীতে কন্ঠ দিতে হয়েছে এই ভয়েস আর্টিস্টকে।
জানা গেছে, বরিশাল সিটি নির্বাচনে ২৬ মে থেকে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের প্রচারণা শুরু হয় সায়ন্তনী রাখীর কন্ঠ থেকে। নগরের মূল সড়ক থেকে অলিগলি সর্বময় দুপুর ২টা থেকে থেকে রাত পর্যন্ত চলে রাখীর কন্ঠে এই প্রচারণা। আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণার কাজটি অনেক আগেই করে রেখেছিলেন রাখী।
রাখী আরও জানান, ব্যস্ততার কারণে অনেক কাজ ফিরিয়েও দেওয়া হয়েছে। তবে বরিশালে যেসব কাউন্সিলর প্রার্থীরা বেশ আলোচিত তারা সকলেই আমার কন্ঠে প্রচারণা চালাচ্ছেন।
শব্দ দূষণের কারণে মাইকিং এবারের নির্বাচনে খানিকটা কম হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা থেমে নেই। আর এই মাধ্যমেও প্রচারণায় কন্ঠ দিতে হচ্ছে তাকে।
প্রসঙ্গত, ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ৭ জন এবং সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে কাউন্সিলর প্রার্থী ১৬১ জন।