4:12 pm , June 9, 2023
বিশেষ প্রতিবেদক ॥ আলেম ওলামাদের সমাজের পথপ্রদর্শক উল্লেখ করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আল্লাহর ওয়াস্তে খোকন সেরনিয়াবাত কে ভোট দিন। তাকে জয়ী করতে সাধারণ মানুষের কাছে আপনারাও অনুরোধ জানান। মানুষ আপনাদের কথায় বেশি ভরসা পায়। শুক্রবার বিকেলে বরিশালের পোর্ট রোডে গণসংযোগ শেষে বরিশাল মহানগরীর ঈমাম ও ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় জাহাঙ্গীর কবির নানক ঈমামদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন। ৫৪৮টি মডেল মসজিদ নির্মাণ, ঈমামদের জন্য ভাতা বৃদ্ধি ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র তৈরির উদাহরণ তুলে ধরে নগরীর পোর্ট রোড মসজিদে উপস্থিত ঈমাম ও ওলামাদের কাছে নানক প্রশ্ন রাখেন – খোকন সেরনিয়াবাত কে কি আগে কখনো কেউ দেখেছেন, চিনতেন?
সকলে সমস্বরে – না উত্তর দিলে নানক বলেন, মানুষটি অতি বিনয়ী ও নিভৃতচারী। নিজেকে জাহির করার কোনো প্রবণতাই তার ছিলোনা বলেই আমাদের রাজনৈতিক গুরু আবুল হাসনাত আবদুল্লাহর আপন ভাই, প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ হবার পরও তিনি কখনোই তা প্রকাশ বা প্রচার করেননি কোথাও।
নানক বলেন, এতোটা ভালো মানুষ খোকন সেরনিয়াবাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের জন্য মেয়র প্রার্থী করে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “বরিশালের মানুষের জন্য আমার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে প্রার্থী করে পাঠালাম। তাকে ভোট দিলে বরিশালের উন্নয়নে যা যা করনীয় সবকিছু আমি করবো।” তাই আল্লাহর ওয়াস্তে আপনারা ঈমামরা সাধারণ মানুষের কাছে বলুন, খোকন সেরনিয়াবাতকে ভোট দিন। প্রয়োজনে হাতে পায়ে ধরে হলেও মানুষকে বুঝাতে হবে। আমাদের কাছে তাদের গুরুত্ব সবসময় সর্বাগ্রে।
আল্লাহর ওয়াস্তে খোকন সেরনিয়াবাতকে ভোট দিন, নৌকাকে জয়ী করুন।
সবশেষে তিনি শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। এসময় প্রয়াত সাহানারা আব্দুল্লাহ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগরীর ঈমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কার্যনিবার্হী সদস্য মো: আনিসুর রহমান, মো. গোলাম কবির রাব্বানী চিনু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।