4:09 pm , June 9, 2023
বিশেষ প্রতিবেদক ॥ ময়লার ভাগারকে ফুলের বাগানে পরিণত করে বরিশালে আলোচিত যুবলীগ নেতা শাহীন সিকদার এবারও ঠেলাগাড়ি প্রতীকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড থেকে। তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ছাড়াও আরো চারজন। কিন্তু সবাইকে ছাড়িয়ে আলোচনায় উঠে এসেছে তার নাম। কারণ, তিনিই একমাত্র ব্যতিক্রম প্রার্থী যে ভোটারদের দুয়ারে ধর্ণা না দিয়েও মনে জায়গা করে রেখেছেন। তার সমর্থক এলাকার কিশোর যুবা ও বয়স্ক মানুষেরা যাচ্ছেন প্রতিটি ঘরে। তবে ভোট চাইতে নয়, কারো কোনো সমস্যা আছে কিনা তা জানতে। করোনাকালীন সংকট থেকে এভাবেই তিনি ১৬ নং ওয়ার্ডের প্রায় পাঁচ হাজার ভোটারের খোঁজ খবর নিয়ে আসছেন বলে জানালেন বয়োবৃদ্ধ বাসিন্দা শামসুল আলম। শুক্রবার বিকেলে ঠেলাগাড়ি প্রতীকের পক্ষে সড়কে রেলী ও প্রচারণা চালাতে দেখা গেছে বিভিন্ন বয়সের এলাকাবাসীকে। অপ্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে যুবক, মধ্য বয়সী ও বয়োবৃদ্ধ সবাইকে দেখা গেছে এই গণসংযোগে। ১৬ নং ওয়ার্ডটি নগরীর সবচেয়ে ধনী এলাকা হিসেবে পরিচিত। আবার সবচেয়ে কম জনসংখ্যা এই ওয়ার্ডে। সমস্যাও সবচেয়ে কম দাবী করে শাহীন সিকদার বলেন, আমি সবসময় চেষ্টা করেছি এলাকাবাসীর সেবা দিতে। ২০১৩ সালে আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হলে অনেক অনুরোধ করে ৮টি সোলার লাইটের ব্যবস্থা করি ও পরশ সাগর মাঠে বৈদ্যুতিক খুটিতে নিজ অর্থায়নে লাইটের ব্যবস্থা করে দেই। ২০২২ সাল থেকে ১৫, ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের ময়লা ভ্যানে করে এনে পরেশ সাগর মাঠ ও এর আশপাশে এনে ফেলা শুরু করে বিসিসির পরিচ্ছন্ন কর্মীরা। অথচ সিএন্ডবি রোড টিটিসির সামনে ময়লা ফেলার জন্য বড় ডাস্টবিন রয়েছে। বিষয়টি এতদিন নজরে আসলেও নানা প্রতিবন্ধকতার কারণে এই অনিয়ম বন্ধ করতে ব্যর্থ হন যুবলীগ নেতা শাহিন সিকদার। বিশেষ করে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শুরু থেকেই কোনঠাসা করে রেখেছিলেন এই যুবলীগ নেতাকে। এলাকায় ইতিবাচক কোন কাজ করতে গেলেই সেখানে বাধা হয়ে দাঁড়াতেন মেয়র সাদিক। মনোনয়ন থেকে সাদিক আব্দুল্লাহ ছিটকে পড়ার পর আগের মত সমাজসেবা মূলক কাজে আবার মনযোগী হয়েছেন বলে জানান তিনি।
শাহীন সিকদার বলেন, আবুল খায়ের আব্দুল্লাহর মত একজন পরিচ্ছন্ন মেয়র প্রার্থী পাওয়ার পরই সুষ্ঠু পরিবেশ ফিরে আসার স্বপ্ন দেখতে শুরু করেছি। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন ডাস্টবিন বন্ধ করে ফুলের বাগান করার কার্যক্রমের দিয়ে।
শাহিন সিকদার অভিযোগ করে বলেন, এখানে কিছু লোক রাজনীতিটাকে ব্যক্তি বন্ধনের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। কে কতটুকু কাজ করলো সেই হিসেব না করে কে কার লোক হতে পেরেছেন এই হিসেব করার কারণেই আজকের এই অবস্থা।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর মত একজন সৎ ও বিনয়ী প্রার্থীকে মূল্যায়নের পাশাপাশি কর্মগুনে তাকেও ভোটাররা কাউন্সিলর নির্বাচিত করবেন বলে প্রত্যাশা করেণ কাউন্সিলর প্রার্থী শাহীন সিকদার।