হিজলায় ইউপি সদস্যের হামলার শিকার ব্যবসায়ী হিজলায় ইউপি সদস্যের হামলার শিকার ব্যবসায়ী - ajkerparibartan.com
হিজলায় ইউপি সদস্যের হামলার শিকার ব্যবসায়ী

4:08 pm , June 9, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আলাউদ্দিন বেপারীর নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ নিয়ে ব্যবসায়ীর দোকানে ভাংচুর, লুটপাট ও মারধর করার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী হিজলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হিজলা থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে  উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের কাকুরিয়া বাজারের রড সিমেন্ট  ব্যবসায়ী মোসলেম মাঝির দোকানে এ হামলা চালানো হয়। তখন ঢাকায় মোকাম করার জন্য রাখা ১০ লক্ষ ৭০ হাজার টাকা ক্যাশ ভেঙ্গে নিয়ে যায়। হামলার ঘটনায় ব্যবসায়ী মোসলেম মাঝি জানা, ইউপি সদস্য আলাউদ্দিন বেপারী প্রভাবশালী ব্যক্তি।তার ভয়ে স্থানীয় কেউ মুখ খুলতে পারেন না। ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ায় বুধবার সন্ধ্যায় আলাউদ্দিন বেপারীর নেতৃত্বে তার ছেলে সুজন আহমেদ মাসুদ আহমেদ ভাই সালাউদ্দিন ও বাকের আকন, জামাল আকন সহ ১০/১৫ জনের একটি দল দোকানে আসে।তখন আলাউদ্দিন দফাদার এ বছর ৫০ হাজার টাকা দাবী করে। টাকা দিবো না বলাতে সবাই  মারধর করে।
ইউপি সদস্য আলাউদ্দিন বেপারী মোসলেম মাঝির উপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, হামলার সময় আমি ছিলাম না। আমার লোকজন হামলা করেছে। ব্যবসাীর দোকানে ভাংচুর লুটপাটে ঘটনাটি সাজানো নাটক। আমার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT