ব্যাটারিচালিত রিক্সা, অটোবাইক এবং থ্রি হুইলারের জন্য বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে : ফয়জুল ব্যাটারিচালিত রিক্সা, অটোবাইক এবং থ্রি হুইলারের জন্য বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে : ফয়জুল - ajkerparibartan.com
ব্যাটারিচালিত রিক্সা, অটোবাইক এবং থ্রি হুইলারের জন্য বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে : ফয়জুল

4:06 pm , June 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, মানবিক কারণে পায়ে চালিত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে। ব্যাটারিচালিত রিক্সা, ইজি-অটোবাইক এবং জ্বালানি তেল চালিত থ্রি হুইলারের জন্য সিটি কর্পোরেশন থেকে বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে। শুক্রবার বিকেলে কাশিপুর এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন মুফতী ফয়জুল করীম। চাঁদমারী বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকা-ের ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর কাজে অংশ নেন শায়খে চরমোনাই। আগুন নিয়ন্ত্রণে এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রতিবেশী পরিবারগুলোকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এসময় শায়খে চরমোনাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT