নৌকার প্রচারণায় আল নাহিয়ান খান জয় নৌকার প্রচারণায় আল নাহিয়ান খান জয় - ajkerparibartan.com
নৌকার প্রচারণায় আল নাহিয়ান খান জয়

4:19 pm , June 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে নগরীতে গণসংযোগ করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়সহ সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে আল নাহিয়ান খান জয়ের নেতৃত্বে বিভিন্ন স্থানে প্রচার ও গণসংযোগ চালানো হয়। এ সময় তারা নগরীর সদর রোডের সোহেল চত্বরে দলীয় কার্যালয়সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ও প্রচারণা চালান। গণসংযোগে ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, নৌকার হাত ধরেই গড়ে উঠেছে আজকের উন্নত বরিশাল নগরী। আবারও এই নগরীর মানুষের ভাগ্য উন্নয়ন হবে নৌকার হাত ধরে। যার কারিগর হবেন আমাদের প্রার্থী খোকন সেরনিয়াবাত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছর যে উন্নয়ন করেছেন, তার সবচাইতে বেশি সুবিধাভোগী আমরা দক্ষিণাঞ্চলের মানুষ। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর মত এত বড় একটি মেগা প্রজেক্ট সম্পন্ন করতে পেরেছি। এখন দিনে চাইলে ঢাকা থেকে বরিশালে চারবার যাতায়াত করতে পারছি আমরা। অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। নৌকার হাত ধরে থাকলে এভাবেই এগিয়ে যাবো আমরা।
তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে খোকন সেরনিয়াবাতকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস খোকন সেরনিয়াবাত হবেন বরিশালের উন্নয়নের নতুন কারিগর। আর এ জন্য নগরবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে।
আল নাহিয়ান খান জয় বলেন, বরিশালের উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। খোকন ভাইয়ের মতো সৎ, যোগ্য, মেধাবী, নির্লোভ ও বিচক্ষণ প্রার্থী আর নেই। বিগত সময়ে নগরীর উন্নয়নে যত ঘাটতি হয়েছে, নির্বাচিত হলে সব পুষিয়ে দেবেন তিনি। প্রধানমন্ত্রী বরিশালকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছেন। তাই নগরবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT