4:14 pm , June 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল উপজেলা পরিষদ সভাকক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই বলেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, সব কিছুই বাসায় বসে পাওয়া যায়। ভূমির খাজনা অনলাইনে পরিশোধ করা যায়। সহজভাবেই এখন সেবা পাওয়া যায়। কোন পরিবারে দশটি সেবার প্রয়োজন হলে, তরুণ যারা আছে তারা কমছে কম আট নয়টি সেবা তার বাসায় বসেই প্রধান করতে পারবে। ৩য় শিল্প বিপ্লব ছিলো ইন্টারনেট ও কম্পিউটার। চতুর্থ শিল্প বিপ্লব হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। একে মেশিন ইন্টেলিজেন্স বলা হয়ে থাকে। বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের উৎকৃষ্টতম দৃষ্টান্ত হল কৃত্রিম বৃদ্ধিমত্তা। যার যার স্থান থেকে সঠিক কাজ করাটাই হলো স্মার্ট বাংলাদেশ। তরুণ প্রজন্মকে তাদের দক্ষতা এবং নৈপুন্যতা দিয়ে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, এ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ রিয়াদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।