4:12 pm , June 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে শুরু হচ্ছে একাদশ শ্রেণির কলেজ পরিবর্তন প্রক্রিয়া। চলতি মাসের ১১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা পরিবর্তনের মাধ্যমে পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। পরিবর্তন প্রক্রিয়া বোর্ড কর্তৃক অনুমোদিত হলে ফি বাবদ ব্যাংকে জমা দিতে হবে ২ হাজার টাকা। গতকাল বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেন স্বাক্ষরিত কলেজ পরিবর্তন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ‘বোর্ডের ওয়েব সাইটে গিয়ে টিসি ফরম ডাউনলোড করে শিক্ষার্থী যে কলেজে অধ্যায়নরত এবং যে কলেজে যেতে চায় উভয় কলেজের অধ্যক্ষের স্বাক্ষরের পর আবেদন করতে পারবে। শিক্ষার্থীর আবেদন বোর্ড কর্তৃপক্ষের কাছে যৌক্তিক মনে হলে বোর্ড থেকে একটি ওটিপি প্রদান করা হবে। এই ওটিপি দিয়ে শিক্ষাবোর্ড থেকে টিসি বিষয়ক অনুমতি পত্র পাওয়া যাবে। এই অনুমতি পত্র নিয়ে শিক্ষার্থী তার পছন্দের কলেজে ভর্র্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তবে কলেজ পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই উভয় কলেজে শাখা এবং বিষয়ে সামঞ্জস্য আছে কিনা তা ভাল করে যাচাই বাচাই করে নিতে হবে।